ভালো কর্মে,ডুবে থাকতে চাই
জানি,মহৎ কর্মে সুখ,
ভালো কর্মে,মহৎ কর্মে, আসে
অফুরন্ত সেই  দুখ।
ধৈর্য হলো,আসল শক্তি
চেতনা হলো আশা,
ধৈর্যের উপর অবিচল থাকলে
পাওয়া যাবে ভালোবাসা!
মগ্নে বিভোর,ধ্যান,ধারণায়,শুধু
স্রষ্টাকে করো বিশ্বাস,
যেকোনো সময় থেমে যেতে পারে
তোমার,আমার,নিঃশ্বাস।
ত্যাগেই শান্তি,ত্যাগে সুখ
ভোগে আছে জ্বালা,
সময়মত চুপ থেকে,নীরব থেকে
পাপের ঘরে মারো তালা!
হে প্রভু' তুমি মালিক,তুমি রহমান
তুমিই মোদের স্রষ্টা,
তোমার কাছে একটাই চাওয়া
মোদের করিওনা পথভ্রষ্টা।