জনতার,কাঁদতে কাঁদতে চোখের পানি
শুকিয়ে,যদিও যাই,
জালিম শাসকের, জুলুমের গতি,তবু
থামার সুযোগ নাই!
কে বাঁচিলো ? কে মরিলো? অহরহ
দেখেও দেখে না আহা রে..
এতকিছুর পরেও জনতা
রুখতেই,পারে না তাহারে।
শয়তানি শক্তির,ক্ষমতা অনেক,ছিলো
নমরুদের ও জানি,
অত্যাচারি আরেক শাসক, ফেরাউন'কে
গ্রাস করিলো পানি।
যেমন কর্ম,তেমন ফল,ইতিহাসে লেখা
সময়ে আসবে,জানি!


এখনও আছে অনেক সময়,দেশ জননী
তাই বলছি শুনো?
তুমি,ভালো হয়ে যাও!
মানচিত্রের গা থেকে দুর্নীতির শিঁকল
খুলে তুমি দাও।
এখনও আছে অনেক সময়,দেশ জননী
তুমি ভালো হয়ে যাও!