তুমি ডাক দিলে,আমি বেহায়ার মত
ছুটে আসি
কত মায়া লয়ে,হুলুস্থুল
ভিতরে ভিতরে আমার।
তুমি ডাক দিলে,ভুলে যায় আমি
বিরহের আছে যত চাপ,
পাখির মত উড়ে আসতে
মন চায় যখন তখন।
তুমি ডাক দিলে,আমি সব অভিমান রেখে
পাগলের মত চলে আসি
আর,আমার জীবনের মানে খুঁজি
তোমার ভিতর।
তুমি ডাক দিলে,আমি সহজে পাড়ি দেই
কষ্টের এক নদী,
আমি,আশায় আশায় থাকি,তুমি
ভালোবাসো যদি!
তুমি ডাক দিলে,আমি খুশি মনে
চলে আসি অরণ্যে,
পাখিদের গান শুনি,বিকেলের শেষ
লাল সূর্য,বরণ্যে
তুমি ডাক দিলে,আমি হয়ে যাই
পাগল পাগল প্রায়,
তোমার জন্য পথ চেয়ে থাকি
আমি অসহায়।
তুমি ডাক দিলে,হাজারো কষ্ট
ঝরে যায়,অবেলায়
তখন,পৃথিবীর পথে হয়ে যায় আমি
ভালোবাসার কাঙ্গাল।