শূণ্য নিয়েই শুরু জীবন;
শূণ্য মাঝেই শেষ,
দুই শূণ্যের অবকাশেই
আনন্দ আর ক্লেশ ।


শূণ্য হতে যাত্রা শুরু,
শূণ্য মাঝেই ফেরা,
তারই মাঝে রঙ্গমঞ্চে
হরেক স্বপ্ন ধরা ।


শূণ্য জনম শূণ্য মরণ
শূণ্য মাঝেই বাঁচি,
তারপরেও আশা মনে
হয়তো কিছু বাকি ।


শূণ্য শূণ্য চূর্ণ স্বপ্নে
হৃদয় পূর্ণ করি,
মহাশূন্যে তাকিয়ে দেখি
সবকিছু যে ফাঁকি ।