নিঝুম রাতে আজ আমি একলা পথিক
অজানার হাতছানি নিয়ে যায় দূর থেকে দুরান্তরে,
নিশার সমুদ্রের সফেন জল ছুটে আসে
সমগ্র শক্তি দিয়ে আমার আমিত্ব
হরণ করতে চায়।


দূর নির্জন প্রান্তরের কালোমাখা আবছা আলো,
প্রাণে আশার সঞ্চার করে।
এ যেন ক্ষুদ্র জীবনের অন্তিম আলোকরেখা,
এর পরই অনন্তপ্রসারিত নিশার সমুদ্র-
যেখানে আজও জেগে আছে মিশরের মমি
আজও শোনা যায় প্রথম ফ্যারাও-এর
উদবেলিত পদধ্বনি।


আমি আবার ছুটে যাব,
যেখানে আমার জন্য দাড়িয়ে আছে
আনুবিসের নিষ্কলঙ্ক প্রতিচ্ছবি,
দুহাত বাড়িয়ে। যেহাতে আমার দুহাত
সঁপে দেব আমি, জড়িয়ে ধরব আমি তাকে।
আনুবিসের চোখে চোখ রেখে দেখব
এক পৈশাচিক উল্লাস, যে উল্লাসে ধরা পড়ে
হাজার বছরের প্রাচীন সভ্যতা।
একলা পথিকের মত আমি সেখানে ছুটে যাব।