ঠান্ডা বাতাসে নতুন বছরের গন্ধ
মনটা এখনও আগের, এক গোছের
স্মৃতি মিশ্রিত জলে প্রবহমান এক নদী
ছোট ছোট ঢেউ নিয়ে বয়ে চলেছে আদীম এক রীতিতে, আদীম ধর্মে, আদীম অভ্যেসে।


প্রচুর বদলে যাচ্ছে পৃথিবী প্রতিনিয়তই
মনের বদল তো ঘড়ির ব্যাস্ত কাটার মতো
বদলে যাচ্ছে গতানুগতিক শৈশব, তারুণ্য, যৌবন
আমি থমকে দাড়াই না, স্থির বেঁচে আছি পুরোনো শ্বাসে।