হে বৈরী নিশা
আমি পরিত্রান চাই,
পরিত্রান চাই ওই স্বার্থসূত প্রণয়ের
মুক্তি চাই এ কষ্টদৃঢ়া জীবনের।


হে বৈরী নিশা
তন্দ্রাচূর করো মোরে,
ভোলাও তিক্ত প্রেমের স্বাদ
চাইনা অনর্থ স্বপন ভরা কোনো প্রভাত।


আঁধারে ঢেকে থাক ধরা
হারিয়ে যাক ইন্দু,রবি
হৃদয় হোক অন্ধ,বোবা,বিকলাঙ্গ
যেন ভাবতে না পারে,যেন নাদেখে কারো ছবি।