ভাইয়া একটা মালা কিনবে,মাত্র পাঁচ  টাকা
কুরোনো বকুলের খাটি গন্ধ আছে,ভালোবাসায় গাথা।


এই এদিকে আয়,
নাম কিরে তোর,থাকিস কোথা?
আমার নাম চাঁদনী থাকি যথা তথা ।


এসময় মালা বেচিস,স্কুলে যাস না?
হায়রে আমার পড়াশোনা ,
একবেলা খেতে পারিনা,আবার স্কুলের বাহানা
স্কুল কলেজ বড়লোকের লাগি,আমাদের নয়
পেটের জন্য জীবন মোদের,পেটের জন্যই ক্ষয়।


কে বলেছে এসব তোকে বল তো আয়ায়?
এ আবার নতুন কি? বলেছে বাবা-মায়
রোজ মালা বেচে যা জোটে তা দিয়েই খাই ।
বাবা ধুকছে ব্লাড ক্যান্সারে,মাও ভীষন জ্বরে,
আমার আয়েই চলছে ওরা নিত্য কষ্টকরে ।


তোদের বাড়িটা কোথায়,আমায় নিয়ে যাবি?
আমরা স্টেশনে থাকি ঘরবাড়ি নাই।
ভাইয়া তুমি আমার কাছে একটা মালা নাও
আমায় আরো বেচতে হবে এবার আমি যাই।