আমি চাইনি কেউ আমাকে করুণা করুক
চেয়েছিলাম একটা নতুন ভুবন,একটু ভালোবাসা,
চিড় ধরা শুষ্ক হৃদয়ে এক ফোঁটা জল
ঘুটঘুটে অন্ধকারে জোনাকির মতো জ্বলে ওঠা একচিমটে আলোর আশা।


চলে গেছো, ভালোই করেছো
ভালোই করেছো আমি নামক উত্তপ্ত বালুচর ছেড়ে,
উন্মত্ত, নির্লজ্জ,নিষ্ঠুর এই আমাকে ফেলে-
ভালোই করেছো হিংস্র আমিকে ঘৃণার চাবুক মেরে।


সব ভুলে-হৃদয়ের ফুলে সাজিয়েছিলাম তোমায়
আর কিছু নয়,আর কেউ নয়,তুমি শুধু তুমি!
নিঃস্বার্থ, সুন্দরে গাথা তোমার একটুকরো ভালোবাসা
ঘুটঘুটে অন্ধকারে জোনাকির মতো জ্বলে ওঠা একচিমটে আলোর আশা।