কর্মক্ষেত্র আমার ডাস্টবিন
জীবিকাটা বোতল কুড়োনো,
লক্ষ্য শুধু একটু শান্তি
স্বপ্ন নিষ্ঠুর এই পেট চালানো।
বয়স খুব বেশি নয় আমার
জন্মেছি প্রায় বছর ছ' আগে,
কম বয়সেই চাকরি মিলেছে
গরীবের ঘরে জন্মেছি বলে ।
চাকরির ইন্টারভিউ বাবা নিয়েছিলো
প্রশ্ন,বোতল কুড়াতে পারবি?
বলেছিলাম "না" আমি ইস্কুলে যাব,
উত্তর ছিলো , বোকা তবে খাবি কি?
বাবা একজন ফেড়িওয়ালা ছিলেন
বাদাম বিক্রয়ে চলতো দিন,
বিধাতার এক করুন উপহারে
বাস চাপায় বাবা চলে গেলেন হলো ক'দিন ।
রাজার পরে ক্ষমতা রাজপুত্রেরি হয়
বাবার এই পথের কুঠিরে আমিই এখন সারথি,
দায়িত্বটা সবার পেট চালানোর
ছিন্ন এক রাজ পোশাকে হেটে চলি দিবারাত্রি।