বৃষ্টি ওগো আহবান শোনো
বন্ধ করো হে অঝোর ধারা,
প্রিয়া মোর ডাকে ওই দূরে
ব্যাকুল চাহনিতে আঁখি জোড়া ।


বৃষ্টি ওগো আহবান শোনো
ঝড়োনা গো আর ঝড়োনা,
হাত জোড়া তার চাহে মোরে
যেতে যে হবে আমায়,ঝড়োনা আর ঝড়োনা।


কাতরতা কভু বোঝো তুমি,
ভালোবাসা কারে কয়?
রোজ দিনগুলি যায় পরশের আশে
হৃদয়ে সে জেগে রয় ।


ওগো বৃষ্টি চলে যাও আজ
প্রিয়া যে মোর দাড়ায়ে আশে,
নয়নমনি বুঝি আসে ওই
হৃদয় তার সাজে ব্যাকুল সাজ ।


চলে যাও তুমি চলে যাও
আবার এসো পরে,
ভিজিয়ে দিও যতন করে তুমি
প্রিয়া যখন রবে বাহুডোরে ।