সাজানো মঞ্চে একদল শিশু
গাইছে,''মঙ্গল হোক সব শিশুদের"
দর্শক সারিতে ছেঁড়া পোশাকে দুটি শিশু বালক,
ঐ শিল্পীমধ্যে ওরাও একেকজন,স্বপ্ন অপলক ।


ওরা জানেনা এ স্বপ্ন কেবল আকাশ কুসুম
ইচ্ছেগুলো যে দারিদ্রে বন্দি ওদের
হঠাৎ শোনে, ওসব তোদের নয়,কেবল পয়সাওয়ালাদের
পেছন ফিরে দেখে মহাজন, বলে ভাত বন্ধ রাতের ।


মহাজন রোষে চলে যায়
স্বজলে বালকদ্বয় মাটিতে লুটায়,
ক্ষমা করেন ওস্তাদ,হবেনা ভুল আর
ইচ্ছে বন্দি দারিদ্রে মোদের,স্বপ্ন হাহাকার ।