তীব্র কালরাত কেটে গিয়ে
আমাদের সকাল হোক,
সূর্য ওঠার আগের আলোয়
বেঁচে উঠুক ক্লান্ত দুচোখ।


আশীর্বাদের বাতাস লাগুক গায়ে
বেলকনি জুড়ে বসে থাকি দুজন,
পাশের ফ্ল্যাটের ছাদ বাগান দেখে ফুল ফোটানোর ইচ্ছে হোক!
কিংবা কবুতর পোষার চিন্তা করি অনেকক্ষণ।


আমি ঠাট্টা করবো খুব
তুমি হাসবে,মুখ ভেংচাবে,আদুরে কিল-ঘুষি দেবে-
মনে মনে চাইবে আমি জড়িয়ে ধরি
আমি ধরবো না, তুমি ক্ষণিকের সুখ হারাবে।


আমাদের কালরাত কেটে যাক
বিরামহীন দুঃস্বপ্নে ফেটে গেছে বুক!
পুস্তকের বাইরেও জীবন আছে,
সুখ আছে,সম্মান আছে,প্রেম আছে
এ পৃথিবীটা কান খুলে শুনুক।