ঐ যে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
ওটা আমার হৃদখন্ড
ওর পরশে একটু হাসি
ধরা দেয় সুখ এক দন্ড ।


ঐযে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
না! না ! মনি মুক্তো রাখিনি
রেখেছি এগারো বছর
ওতো আমার মন মানানোর সাথী
প্রেম নামক সুখের আচড় ।


ঐ যে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
ওটাই আমার স্বপ্নদেশ
রেখেছি ওখানে বন্দি করে
ভালোবাসার কিছু আবেশ ।


ঐযে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
ওটা স্মৃতি নামক বইয়ের পাতা
কিছু কবিতা রয়েছে তাতে
নামহীন কবির অনুভূতিতে গাথা ।


ঐ যে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
ওটা আমার স্বর্গলোক
ওইতো আমার চাঞ্চল্যতা
স্বার্থহীন চাওয়ার উদগ্রীব পলক ।


ঐ যে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
ওইতো আমার নিশ্চুপ সাথী
ওকে জড়িয়েই কিছুটা সময়
তোমায় নিয়ে কবিতার মালা গাথী ।


ঐ যে প্লেনসিটের বাক্সটা ওটা আমার,
ওইতো আমার জীবন
ওকে নিয়েই তো স্বপ্ন দেখি
দিনগুলি গুনে যাচ্ছি আসবে গো তুমি কখন ।