তন্দ্রা হার মেনে নেয়
কেটে যায় আরো একটি রাত,
আলোর ছুটি দিয়ে চাঁদটাও ঘুমায়
সুখহীন সততের মতো অপেক্ষমান আমি ।


বসন্তটাও যাই যাই করছে
কেন বাজেনা সে নিক্বণ ধ্বনি,
তবে কি মিথ্যে লিখেছিলে শেষ চিঠিটায়
নাকি মন মানিয়েছিলে পরবাসে শেখা কপটতায় ।


এভাবে কেটে গেল যুগল যুগ
আজও বাজেনি সে নটবরী নূপুর,
অলস অঙ্গে আজও চাতক নয়ন ক্লান্ত হয়নি
জয়ী কি তবে সে পরবাসী কপটতার অগ্নি ?


মরু হৃদয়ে কেবল মরীচিকা পেলাম
তৃষ্ণীত রইলাম আজও অকাতরে,
তবে সপিলাম নিজেকে উষ্ণ মরু প্রান্তরে
এমনিকরে পুড়ে যাক মন পরবাসী কপটতার তরে ।