অজান্তেই পুড়িয়ে ফেলেছি নিজেকে
যেমন অজানা নেশায় প্রজ্বলিত অগ্নিতে আপনাকে আহুতি দেয় বনের পতঙ্গ,
ভেতরকার জামনো কথাগুলো কেউ শোনেনি একটিবারও
শুধু আমার সব অত্যাচার সয়ে গেছে আমার এ নিরীহ কাগজ কলম।


প্রতি রাতেই তো ন'টা বাজে কিন্তু কই আগের দিনগুলোর মতো মুঠোফোনটা আর চেঁচিয়ে ওঠেনা
শুক্লপক্ষে চাঁদ এখনও ওঠে,রূপালি চাঁদ এখনও হঠাৎই মেঘে ঢাকে আবার মেঘ সরে যায়
কেউ ফোন করে  বলেনা, বলোতো ও-ই মেঘগুলো এত নিষ্ঠুর কেন?
বলো যদি আসে অমন মেঘ আমাদের জীবন জ্যোৎস্নায়,
তুমি আমি অবিচ্ছেদ্য রবো,যেমন ও-ই চাঁদটা চিরদিন লেগে আছে আকাশের গায়।


এখনও সকালবেলা রোজ দেরিতেই ঘুম থেকে উঠি,অফিসে রোজ বকুনি হজম করি,ঠিক কলেজে যেমন স্যার বকতো,
এখন অবশ্য বকুনি খেয়ে হুশ ফিরলে দেখিনা (শুভ সকাল,ঘুম থেকে ওঠো,ফ্রেশ হয়ে নাও) এ মেসেজগুলো,
দুপুরবেলা খেতে যদি দেরি হয়ে যায়,বার বার ফোন রিসিভ করে বলতে হয়না এইতো এক্ষুনি খাবো তুমি খেয়ে নাও
শরীরজুড়ে শুধু লেগে আছে অপেক্ষা,বোবা হৃদয়ে একটা অন্ধ বিশ্বাস,ভালোবাসা একদিন ফেরেই শুধু একটু-আধটু এলোমেলো।


আর পারছিনা, আমি জানি তুমি ভালো আছো,ভালো থেকো
আ_আমিও ভালো আছি,পোড়া বুক হাসি মুখ নিয়েই!
এমনিকরে ভালো থাকতে ক'জনে পারে বলো?
এই দেখো আমি আছি  হাহাহাহাহাহা হুম আমি পারি!
আমি ভালো আছি পোড়া বুক হাসি মুখ নিয়েই।