প্রথম দেখার দিন টাতেও ভুল বুঝেছিলে
ভেবে ছিলে চেনা চেনা লাগছে খুব
কোথায় যেন দেখেছিলে আমাকে।


বোঝাতে পারিনি, আমি এক স্বপ্নহারা পথিক
কেউ বলে পাগল, কেউ বা বলে রসিক।


পরিচয় পর্ব টা শেষ হয়নি সেদিন
সময় লেগেছিল আমাকে জানতে,
যদিও পারনি কখনও সম্পূর্ণ চিনতে।


বোঝাতে পারিনি, আমি এক স্বপ্নহারা পথিক
কেউ বলে প্রতারক, কেউ বা বলে পাগল প্রেমিক।


কিছু সময়, কিছু দিন, কিছু মাস
আমার চিন্তা গুলো ছিল তোমার সাথে
আমি ছিলাম খামখেয়ালি; তোমার পাশে।


বোঝাতে পারিনি, আমি এক স্বপ্নহারা পথিক
কেউ বলে চরিত্রহীন, কেউ বা বলে উন্মাদ দার্শনিক।


জীবন স্মৃতির সব টাই নিংড়ে দিয়েছিলে; আর
দুহাতে তোমার কষ্টগুলো জড়িয়েছিলাম বুকে
রাত জাগা দুঃস্বপ্ন গুলোও হাসতো তোমার মুখে।


তাও! বোঝাতে পারিনি, আমি এক স্বপ্নহারা পথিক
ছেড়ে আমি যাবই একদিন, আমি সাময়িক।


সর্বহারা তুমি আপন খুঁজেছিলে আমাতে
বন্ধু ভেবে দিয়েছিলে স্থান হ্রদয়ের অন্তরে
আমিও আধিকার দিয়েছিলাম অজান্তে।


বোঝাতে পারিনি নিজেকে, আমি এক স্বপ্নহারা পথিক
কারো মনের মানুষ কিংবা বন্ধু হওয়া নয় তো ঠিক।


আলোকিত করতে চেয়েছিলে মনের আন্ধকার
গোছাতে চেয়েছিলে জীবনের বিপর্যস্ত মনের ঘর
কিন্তু! আলোর উৎস নই, সামান্য প্রদীপ শিখা আমি।


বোঝাতে পারিনি, আমি এক স্বপ্নহারা পথিক
যার থাকা-যাওয়া, চাওয়া-পাওয়া সবটাই ক্ষণিক।


আজও তোমার অশান্ত হ্রদয় সমুদ্রে বেদনার ঢেউ
আজ কি আর পাশে নেই কোনও স্বপ্নহারা পথিক
কিংবা তোমার হাসি মুখের চাপা কান্না বোঝা কেউ?


বোঝাতে পারিনি, আমি এক স্বপ্নহারা পথিক
বন্ধুত্ব শব্দটাই হয়ত আমার জন্য আক্ষরিক!


হয়ত আজ বোঝো তোমার ভুল
আমকে চেনার ভুল, জানার ভুল
হয়ত আজ একাই দেও ভুলের মাশুল।


হয়ত বুঝেছ! আমি এক স্বপ্নহারা ক্লান্ত পথিক
আমার স্থায়িত্ব তোমার জীবনে অপ্রাসঙ্গিক।