আমার একাকীত্ব একান্তই আপন
যেখানে সবার প্রবেশ নিষেধ।
আমার রাতের অন্ধকার, আমার নিজস্বতা
যেখানে আলোর চলাচল নেই বিশেষ ।।


বাধ্যতামূলক নয় চিন্তাগুলোর আনাগোনা
তবে এলোমেলো বাতাস আমায় সান্ত্বনা দেয়।
নির্দিষ্ট নয় আমার ভবিষ্যতের পথ চলা
যদিও অতীত আমায় পথ দেখায় ।।


সুখ শুধু এক প্রতীক  চিহ্ন, সামাজিকতা
দুঃখ আমার নিত্য সঙ্গী, নেই প্রাসঙ্গিকতা।
ঠোঁটের মাঝে হাসি; আমি বেঁচে আছি,
অশ্রু ছলছল আঁখি ; আমি ভালো আছি ।।