অশান্ত দুপুরের অসহ্য দহনে
অগ্নিদগ্ধ চিত্ত গলিত অশ্রু ধারা
জ্বলে পুড়ে ছাই স্মৃতির আত্মকথা।


দূরে কোথাও চাতক এর হাহাকার
অপলক দৃষ্টি নিয়ে অসহায় চিন্তাগুলি  
খোঁজে এক বিন্দু আশার পানি।


বিকেলের একটুকরো কালো মেঘে
মনের একলা ঘরে কালবৈশাখী
ধূলোময় প্রতিশ্রুতি, অপলক আঁখি বাণভাসি।


ঘরফেরা পাখির কলতান আর,
অস্পষ্ট স্বরে রবি ঠাকুরের গীতবিতান
আরও একটা অপেক্ষারত দিনের অবসান।


সাঁঝের প্রদীপ; এখনও আশা জাগায়
হঠাৎ এক পশলা বৃষ্টি, বাস্তবের ব্জ্র প্রহার
বিদ্যুৎ এর ঝলকানি বার্তা দেয় নিরাশার।


চার দেওয়াল এর মাঝে স্তব্ধ আর্তনাদ
রাত এখন গভীর, নিদ্রাহীন, একা
বৃষ্টিহীন মেঘ গর্জন; শুকনো অশ্রু রেখা।


এক নাগাড়ে রাত পাখিটা যেন, বলে যায়!
ব্যর্থ প্রেম, ভাঙ্গা মন, উদ্দেশ্যহীন জীবন
বেঁচে থাকার মাঝে প্রতি মুহূর্তের মরণ।