এখনও কি তুমি রাত জাগো?
- দীপঙ্কর রায়


এখনও কি তুমি রাত জাগো?
এখনও কি তুমি রাত জেগে আমার কথা ভাবো ?
এখনও কি তুমি খোঁজও নতুন পথের দিশা ?
এখনও কি তোমার চোখে অবিচল পুরনো সব আশা !


একরাশ হতাশা ভরা দীর্ঘ নিঃশ্বাস, আর
উন্মাদের মতো খুঁজি প্রশ্নের উত্তর।


এখনও কি তুমি চাঁদের আলো ভালোবাসো ?
এখনও কি তুমি! লুকিয়ে আমায় চিঠি লেখো ?
এখনও কি বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসি !
এখনও কি প্রতি রাতে তোমার স্বপ্নে আমি আসি ?


জানি; উত্তর গুলো জানতে চাওয়া অন্যায়
জানি; তোমাকে ভালবাসাই ছিল আমার অপরাধ।


এখনও কি মনে পড়ে না ভালোবাসায় জাগা রাত গুলো !
এখন কি আর শোনা যায় না ভোররাতে নিশাচরের ডাক?
এখন কি ট্রেনটার হুইসেল, জানান দেয় না ! এখন ভোর রাত।
এখন কি আর ঘুম ভাঙানো এলার্ম টা বাজে না ঘুম আসার আগে ?


মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় অজানা যন্ত্রণায়
ভাবিনি; উত্তরহীন প্রশ্নরা ছিঁড়ে খাবে তোমাকে না পাওয়ার ব্যর্থতায়।