এই যে দুঃখ, এত মন খারাপ কেন তোর?
আয় না! এক সাথে বাসে গল্প করি
একটু হেসে একে-অপরকে জড়িয়ে ধরি।


আমারও তো মন খারাপ হয়
তোর সাথে আলাপ হয়,
তবুও তো আমি হাসি।


হায়রে! কষ্ট; এখনও একা একা তুই!
আয়, এইবার আমার হাত টা ধর
আমি হাসি, আমি তো নই কারোই পর।


সব ছেড়ে একা আছিস,
কষ্ট কি তোর একার নাকি?
আমার কষ্টেরও কি আর আছে কিছু বাকি!


এই যে কান্না, আর কত কাঁদবি?
আয় না হাত দুটো ধরে নাচি
মন খুলে একটু হাসি।


জানিস হাসতে হাসতে...
আমার চোখেও জল আসে
সবাই বলে সুখের কান্না।


কি ভাবছিস? আমি মিথ্যে বলি?
তোদের সাথে মজা করি!
না কি তোদের ছেড়ে একাই চলি?


আমি হাসি; ছিলাম, আছি আর থাকবো
তোদের সাথে নিয়ে হাসি আর হাসবো,
যতদিন আছি এভাবেই তোদের ভালবাসবো।