হায় রে পোড়া কপাল দোষ কি তোর বল!
দোষ তো চোখের, তোকে দেখতে চায় আজও।
দোষ তো তবে মনেরও!
যখন সে দূরে থাকে, কেন তবে আকুলি বিকুলি করে?
কার যে দোষ! কে যে দোষী!
বুঝিনা। বুঝতে চাইও না।
শুধু বুঝি আজও অন্তরে বসিয়েছি যারে,
ভালোবাসি তাঁরে।
না হয় ভালোবেসে পেলাম না ভালোবাসা।
পেয়েছি দুঃখ, পেয়েছি অসহ্য বিরহ জ্বালা
তবুও ভালো, সেই তো দিয়েছে
ভালোবেসে ছিলাম যারে।
হায়রে ভালোবাসো কেন যে এলি তুই?
কেন এলি? যদি যাবিই চলে।
যখন এলি, মনের দুকূল ভাসালি
গেলি চলে উঠিয়ে ঝড়-তুফান
এখন তো শুধু মৃত্যুর ডাক
শেষের আহ্বান।