বৃষ্টি ভেজা সন্ধ্যায়
হঠাৎ দেখা ব্যস্ত রাস্তায়,
খানিকটা জলে ভেজা
দৃষ্টির লুকোচুরি আর নীরবতা।


আমাকে চিনতে পেরেছো?
একটা প্রশ্ন; কম্পিত স্বর।
তুমি কেমন আছো?
কম্পিত হ্রদয়; অজানা উত্তর।


বৃষ্টি ভেজা শীতল বাতাস
আর ভেজা জামা- ভেজা শাড়ি
মনের ভেতরটা! মেঘাচ্ছন্ন,
শূন্যতা; পেয়েও না পাওয়ার জন্য।


স্বল্প সময়, পুরনো স্মৃতির ভিড়
ট্যাক্সি! এই ট্যাক্সি! নীরবতার মৃত্যু
ভালো থেকো; ট্যাক্সি তে উঠে পরা
আবার কি দেখা হবে? বলতে না পারা।


বৃষ্টি টা ছেড়েছে কখন জানি না
কতটা সময় দাঁড়িয়ে আছি জানি না
জানি না কিসের একরাশ হতাশা
জানি না 'আবার দেখা হবার' এ কীরূপ প্রত্যাশা!