লিখবো বলে ভেবে ভেবে সময় কেটে যায়
মনের খাঁচায় ভাবনারা সব এলোমেলো হয়।


প্রেম-বিরহ মনের মাঝে, ভালোবাসার অভাব
লিখতে গেলেই দুঃখ লিখি; অপরিবর্তিত স্বভাব।


এরই মাঝে ফেরিওয়ালা হাঁক দিয়ে যায়
ঘড়ির দিকে চেয়ে দেখি দুপুর দুই'টা প্রায়।


পেটের ভেতর ক্ষুধা এখন মনের ভেতর জ্বালা
কাব্য আমার শেষ হল না, কাটল সারা বেলা।


সূর্য এখন অস্তমিত, ভাবনারাও সব অর্ধমৃত
লোডশেডিং এর অন্ধকারে কাব্য যেন নির্যাতিত।


জোনাকির টিপটিপানি; মশক গুলোর প্যানপ্যানানি
আর বিরক্তিকর ঝিঁঝিঁর ডাক, মগজাস্ত্রে দিচ্ছে চাপ।


কাব্য আমার আর কি হবে? পাবে কি তার পূর্ণতা?
চিন্তাগুলো উথাল পাথাল মনের ভেতর শূন্যতা।


সময় যায়, রাত আসে, এখনও আমি চেষ্টা রত
কাগজ ছিঁড়ে ঘর ভরেছি, কলম খানি অক্ষত।


সারাদিনের এই ফলাফল, এই তো আমার কাব্য
ভাল লাগলে হৃদয় দেবেন, কবির এটাই প্রাপ্য ।