তুমি বলো আমি বুঝি না তোমারে
তবে বলো কেমনে রাখিয়াছি তব এ হৃদ মাঝারে?
কীভাবে বাঁধিয়াছি প্রেমের খেলাঘর?


আমি জানি, তুমি বোঝো সব
তবু দূরে দূরে থাকিতে চাহ নানা অছিলায়
লুকায়ে রাখিতে চাহ নিজ আখি-নীর।


কেমনে বোঝাবো বলো সখী,
রাখিতে চাহিবে মোরে যত দূরে
আসিবো তত কাছে তোমার হ্রদয়ও নীড়ে।


কেমনে প্রিয় সহিবে বিরহ যাতনা ?
যদি কভু হারাই, না পাও আমারে দেখা
কেমনে রহিবে নিভৃতে একা?