প্রিয়,আমার ভালোবাসা নিও।
জানি তোমার ভালোবাসার অভাব নেই এখন,
ভালোবাসার মানুষ গুলোও হয়ত বেড়েছে!
তবুও যদি পার নিও; না দিতে হবে না কিছু
তোমার কাছে আমি অনেক পেয়েছি
না চেয়েও যা পেয়েছি, দু'হাত ভরে নিয়েছি।
আজও সব টাই রাখা আছে বুকের মাঝে।।
তোমার দেওয়া কথা, স্পর্শ, অনুভূতি,
তোমার দেওয়া প্রেম, ভালোবাসা, প্রতিশ্রুতি
সব গুলোই আজও উজ্জ্বল, বলতে পারো জ্বলন্ত।
শেষ বেলার না ভালো লাগা, অন্যায়, অপমান
সব টাই আছে, সব টাই আছে।
থাক ওসব, তুমি কেমন আছো ?
সত্যি কেমন কেমন প্রশ্ন আমার, তাই না!
তুমি তো ভালোই আছো,
ভালো থাকবে বলেই তো আজ আমি একা
আমি তোমার কু, আমি অশুভ, আমার সব মন্দ;
যদিও আগে কোনোদিনও এগুলোর পাওনি দেখা।
আচ্ছা কখনও আমার কথা মনে পড়ে তোমার?
ক্লাস পালিয়ে দেখা করা,
দুজনে হাত ধরে গাছের তলায় বসা,
বাস স্ট্যান্ডে আমার জন্য তোমার অপেক্ষা।
জানি না আশাটাই স্বাভাবিক।
ক্ষণিকের স্মৃতিতে ভুলেগিয়েছিলাম,
আমার মতো তুমি তো একা নও...
আচ্ছা আজও কি তুমি শুভ রাত্রি শুনে ঘুমিয়ে যাও!
অনেক কিছু জানতে ইচ্ছে করে প্রিয়
জানি জানা হবেনা আর এ জীবনে
তবে আর কাউকে এমন আঘাত না যেন দিও।
আজ এখানেই শেষ করছি
জানি না এ চিঠি পাবে কিনা?
জানো তোমাকে লেখা এক চিঠি, আমার খাতায় পেয়ে
আমার এক বন্ধু বলেছিল, কি প্রেম...কি ভালোবাসা...
বোঝাতে পারিনি, বলতে পরিনি,
তুমি নেই কিন্তু আজও আছে সেই প্রেম।। সেই ভালোবাসা।
শেষ বলেও শেষ হয় না, ঠিক এ লেখার মত
দুজনে যা শুরু করেছিলাম শেষ হয়নি, তুমি নেই বলে।
ভালো থেকো প্রিয়, ভালো বেসো প্রিয়
যদি মনে আসি কখনও, আমার ভালোবাসা নিও।
ইতি, তোমার অপ্রিয়, অশুভ মন্দবাসা......