প্রস্ফুটিত হয়ে লড়ায়ে নামিয়াছিলাম
জিতিব জগৎ, আশা নিয়ে বুকে;
ভাবিবার অবকাশ পায়নি কভুও,
হারাইব জীবন লড়াই শেষে...
মরিতে হইবে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে।


মৃত্যু কালে ভাবি কৃত কর্ম যত
সুকর্ম নাহি আসে মনে,
লোভ-পাপ-মোহ যত ছিল জীবনে;
বেলা শেষে অট্টহাস্য করে
শান্তি পাইবে না জীবন, নিশ্চিত মরণে।


হে মানব, আমি তোমারি বহুরূপী
জ্ঞান-গুন-শক্তি সামর্থ্যে কিছু কম-বেশী,
জিতিবার আশা ছাড়ায়ে জীবনে,
হারাও সবি দিয়ে প্রেম- ভালোবাসা
আন্তিম লগ্নে রইবে না কিছু হারানোর আশা।