কবে যেন জন্মেছিলাম ?
ভুলেছি তা, ভুলিনি চলার পথ ;
স্রোতস্বিনী হয়ে চলেছি বয়ে,
স্মৃতি রেখে গিয়েছি পাহাড়ের বাঁকে।
পাহাড়ের ঢাল বেয়ে খরস্রোতা
বোঝে নি তো কেউ মনের ব্যাথা,
গর্জে উঠেছি, ঝাপিয়ে পরেছি
দুকূলে জানিয়েছি মনের কথা।
পথে, কোনও এক মিলনমেলায়
মিলে-মিশে হয়েছি একাকার
চলেছি দিন-রাত, একসাথ
সয়েছি ঝড়তুফান নিয়ে হাতে হাত।
রেখেছি সাক্ষী, দিয়েছি প্রমাণ
এনেছি প্লাবন, করেছি শস্যশ্যামলা
আঁকাবাঁকা কখনও সোজা পথে
হয়েছি কলুষিত, তবুও রয়েছি নির্মলা।
কোনও এক বাঁকে, হারিয়েছি তাঁকে;
বহুদূর চলে একা, দ্বীপের প্রান্তদেশে
ফিরে দেখি, সে তো নেই আর!
সময় বলে, হবে না তো আর ফেরা;
সাগর হ্রদয় মাঝে তাই মিশে যাবো
স্মৃতি হয়ে চিরদিন বয়ে যাবো।