ছোট ওই শিশুদল
করে কত কোলাহল,
গুটি গুটি হেঁটে পায়ে
ইস্কুলে আসে যায়।


এক সাথে খেলাধুলা
এক সাথে পায় চলা;
ঝগড়া ও মারামারি
তবু নেই ছাড়াছাড়ি।


হাতে হাতে এক সাথ
সবে মিলে করি কাজ।
নেই কোন রাজনীতি
মেনে চলে রীতিনীতি।


ছোট ওই শিশুদল
সারাদিন চঞ্চল ,
রাতের তারার মতো
ওরা কত উজ্জ্বল।


বুক ভরা আশা নিয়ে
ভালবাসা সবারে দিয়ে
ঘোচাবে আঁধার রাত
মোছাবে নয়ন জল।


বাবা-মা’র নয়নমণি
সমাজের ভাবিকাল;
ভোরের স্নিগ্ধ আলো
ওরাই আগামী সকাল।