রাত্রি শেষে,      পূব আকাশে
      তোমার উদয় হলো
আলোর ছটা ,      পাখির কূজন
      তোমায় নিয়ে এলো।


স্নিগ্ধ বাতাস,      শান্ত সবুজ,
       রাঙা তোমার বদন।
মুখে হাসি,         মনে খুশি
      তোমায় দেখি যখন।।


বাড়লে বেলা ,      আলোর খেলা
      তোমায় ভালো মানায়;
সকাল শেষে       তপ্ত দুপুর
       কেন এমন হয় ?


বিকেল এলে       তোমার আলো
      হয় যে কেন ফিকে !
সন্ধ্যা হতেই        লুকোও তুমি
      আঁধার চতুর্দিকে।


স্তব্ধ মাঠে           ঝিঁঝিঁ ডাকে
       আঁধার ঘন হয়,
চাঁদের আলোয়,    তারার মেলা
      মনের কোণে ভয়।


রাত্রি কালো,        সময় হলো
      তন্দ্রা ভরা আঁখি;
স্বপ্নো দেশে,         রাত্রি শেষে
      আবার তোমায় দেখি।


সূর্যি মামা,           রবি মামা
      তুমি মোদের হাসি।
সকাল-বিকেল       দিন-দুপুরে
      তুমি মোদের সাথি।।