যদি তুমি আঁধার চাও
আলো হয়ে যাবো।
প্রদীপ শিখা হয়ে না হয়
শুধুই জ্বলে যাব।।
যদি চাও সাগর হবে
নদী হয়ে যাবো।
সারাটা পথ চলার শেষে
তোমার হয়ে যাবো।।
যদি বলো চাঁদ তুমি
সূর্য আমি হবো।
নিজেকে নিজেই জ্বালিয়ে নিয়ে
তোমায় আলো দেব।।
যদি বলো খুশি চাই
দুঃখ আমি হবো।
কষ্ট নিয়েই সারা জীবন
হাসিয়ে তোমায় যাবো।।
যদি বলো প্রেম চাই
হ্রদয় আমি দেব।
স্পন্দন যদি যায় গো বেড়ে
আমায় প্রেম ভেবো।।