চল যাই তোকে নিয়ে
কোনও এক আজানা দেশে,
আকাশের সীমানা শেষ যেখানে;
ধরণী'র কোনও এক প্রান্তদেশে।


চল যাই তোকে নিয়ে
সব চাওয়া সব পাওয়া ছেড়ে;
শুধু তুই আর আমি
ভাসাবো ভেলা হ্রদয় সাগরে।


চল না যাই...দিশাহীন  পথ বেঁয়ে
দু চোখ চায় যেদিকে
চল না যাই...চল না যাই
হারিয়ে তোর প্রেমে।


ভয় পাস না, বদলে যাবো
তোকে ছেড়ে পালিয়ে যাবো
আঁধার রাতের ছায়ার মতো
তোকে আমি জড়িয়ে রবো।


সাগরের নোনা পানি, যদি আরও হয় নোনা
মেঘেরা যদি তোর মনেতে করে আনাগোনা,
বাতাস যদি তুফান আনে তোর ঐ সরল কেশে
আগলে তোকে রাখবো আমি ভালবাসার হ্রদয় মাঝেতে।
,
চল না যাই...চল না যাই!
আর কতবার বলবো তোকে?
যাবি না যদি দোয়া করিস
যায় যেন এ হ্রদয় থেমে।