রাজকন্যা নই যে আমি,রূপসীও নই
রাজপুত্র পাব বলে আশায় বসে নই।
ভালোবেসে হ্রদয় আমার শুধুই তাকে দেবো
তার চলার সঙ্গী হ্যে সুখদুঃখ নেবো।
সাত জন্ম নাইবা পেলাম, এ জন্মেই হবে
তাকে পেলে স্বপ্ন আমার বাস্তবতা পাবে।
নিজের বলে জানি যাদের, কেউ ত বোঝে না;
সব জেনে অবুঝ সে তো, আমায় খোঁজে না।
ভালোবাসি আমি তাকে। সেও তো আমায় বাসে,
নইলে কেন? মাঝে মাঝে আমার কাছে আসে!
নাইবা যদি বাসলে ভালো, আমার দুখে কষ্ট কেন পাও?
ভালো আমার চেয়েই কেন সুখ দেখতে চাও?
লাগছে না যে কিছু ভাল,তমায় আমি চাই
সত্যি তুমি বল এবার... তুমিও আমায় চাও।
তোমায় আমি দেখবো বলে, দাঁড়িয়ে তপ্ত রোদে
বাড়ীর গেটে অপেক্ষা আর চোখ যে গলির পথে।
তোমার কথাই সারাটা দিন ভাবছি শুয়ে-বসে
লেখাপড়া দোসর আমার, বন্ধুরা সব হাসে।
ভুলেছি সব কষ্ট আমার, তোমায় পাব বলে
সবার সাথে করছি বিরোধ, যেও না তুমি চলে।
কাল ভেবেছি, আজ ভাবি, বলবে তুমি আমায়
তোমায় নিয়েই সারাটা জীবন মন যে আমার চায়।
দিনের শেষে রাত্রি আসে, মন যে আমার ব্যাকুল
সোজা পথের উল্টো হিসেব, সব কিছুতেই ভুল।
রাজকন্যে নই যে আমি। রূপসীয় নই
কেটেছে আজ কয়েক বছর, তুমি আজ কই?
তেপান্তরের মাঠের মাঝে একলা আমি আজ
ভুলেই গেছো এখন আমায়, তোমার অনেক কাজ।
সুখ শুধু তুমি পেলে, রাজকন্যাও পাশে...
আমি যে নই রাজকন্যা... দুঃখ আমার সাথে।
অনেক তুমি চেয়েছ ভালো, আআজ যে আমি চাই
এ জন্মে নাইবা পেলাম, পরের টায়;
তোমায় যেন পাই......  তোমায় যেন পাই।