প্রেম এসেছিল আমার অজান্তে, চুপিসারে
বুঝিনি কখন, কি বা ক্ষণ তখন!
ভালোলাগা গুলো ভালোবাসা হয়েছিল
তোমার কষ্টগুলো আপন করেছিলাম যখন।


তোমার উদাসী মন, এলোমেলো কেশ
রাত জাগা শরীরের ক্লান্তি, চোখের তলার কালি
মনে হয়েছিল, নিজেকে পেয়েছি তোমার মাঝে
মনে হয়েছিল! পেয়েছি এতদিনে, খুঁজেছি যাকে।


তোমার আনমনা একলা মনের গুনগুন গান
কথায় লুকোনো ব্যাথার ছাই চাপা আগুন
বুঝিয়েছিল ভালোবাসার অসহয়তা
দেখিয়েছিল ভালোবাসা সীমাহীনতা।


তোমার একাকিত্ব আর অব্যাক্ত ব্যাথা,
তোমার হাসিতে ঢাকা ভাঙ্গা স্বপ্নের ঢেউ
কি জানি টের পেয়েছিল কি কেউ?
কিন্তু প্রেম এনেছিল; প্রেম এসেছিল।


আজান্তেই আমার রাত জাগা পেয়েছিল সাথী
আর এক রাতের স্বপ্ন ভেঙ্গে জেগে ওঠার,  
একান্ত আপন করেছিলাম তোমার নিস্তব্ধতা আর দুরত্ব
যদিও নীরব অনুমতি ছিল ভালোবাসার বেড়ে ওঠার।


                                                       [ অসমাপ্ত ]