ভালোবাসার প্রথম প্রতিশ্রুতি
তুমি আমার প্রথম, তুমিই  আমার শেষ।
আজ ভালোবাসা আর নেই
প্রতিশ্রুতিটা রয়ে গিয়েছে অবশেষ ।।


ভালোবেসে প্রথম হাত ধরা
হাজারো মানুষের ভিড়ে একসাথে পথচলা ।
আজ আমি উদ্ভ্রান্ত এক পথিক
জীবনের রাস্তা টা একই আছে, শুধু একাকী পথ চলা ।।


ভালোবাসার প্রথম আলিঙ্গন
দিয়েছিল ভালোবাসার  উষ্ণতা আর হ্রদকম্পন ।
আজ শীতলতম দিনেও আছে উষ্ণতা; অশ্রুধারায়
আর  নিস্তব্ধতায় শুনি নিজ হ্রদ স্পন্দন ।।


ভালোবাসার প্রথম উপহার
একটা লাল গোলাপ ।
শুকনো ফুল টা এখনও বইয়ের ভাঁজে
হারিয়ে যাওয়া রঙিন স্বপ্নগুলো খোঁজে ।।


ভালোবাসার প্রথম অভিমানে ছিল
না দেখা করা, না কথা বলতে পারার যন্ত্রণা ।
এখন অনুভব করি প্রতি মুহূর্ত প্রতি ক্ষণ
হ্রদয়ের অসমাপ্ত রক্তক্ষরণ ।।


ভালোবাসার প্রথম বিরহ
তোমাকে আমার প্রথম দূরে সরিয়ে রাখা ।
তোমার আমাকে প্রথম না ভালো লাগা
তোমার প্রথম আমার ভালবাসাকে অস্বীকার করা ।।


ভালোবাসায় প্রথম বার শোনা
আমাকে ভালোবাসো না তুমি ।
ভালোবাসায় প্রথম বার বুঝতে পারা
তোমার জীবনে আমিই প্রথম নয় সর্বহারা ।।


ভালোবাসায় প্রথম বিচ্ছেদ
তোমার প্রথম বার আর ফিরে না তাকানো,
তোমার প্রথম বার আমাকে একা রেখে যাওয়া।
প্রথম উপলব্ধি, আমার প্রথম ঠকে যাওয়া, প্রতারিত হওয়া ।।


ভালোবাসায় স্বজন হারানোর প্রথম ব্যাথা
প্রথম রাত জাগা, প্রথম একাকীত্ব,
প্রথম চোখের জলে নিজ অবগাহন।
প্রথম বার বাধ্য হয়ে মেনে নেওয়া, প্রেম যে প্রহসন ।।