রাত জাগা কাজ নয় আমার
জেগে থাকি তুমি স্বপ্নে অসো বলে
স্বপ্নে আসাটাও ঠিক কারণ নয়,
সত্যি টা হল এসে ভালোবাসো বলে।


রাত জাগা নিদ্রাহীন রাত গুলোর
শেষ হয়েও না শেষ হওয়া কথা
এখনও ফিসফিস করে, যা ছিল তোমার ভালো লাগা
তাই তো আজও আমার একা রাত জাগা।


রাত জাগা নিশাচর বিহঙ্গের আর্তনাদ
নিশব্দতার বুক চিরে মালগাড়ীর হুঙ্কার
এখনও চমকে দিয়ে সজাগ করে, যেন বলতে চায়
কই সে, যার জন্য ছিল তোমার রাত জাগা ?


অস্থির মন না শরীর, নাকি বিছানার নিঃসঙ্গতা!
রাত শেষে ভোরের আলো যেন অসহায়তা।
যা ছিল আগে চরম প্রেমের স্নিগ্ধ শীতলতা
আজ তাই যেন প্রতারিত হ্রদয়ের রাত জাগা।