ঠান্ডায় কাঁপছে শরীর
অনেকটা সময় অন্ধকারে
একা, ঘরের এক কোণে
উষ্ণ অশ্রুধারা।


হাজারও প্রশ্ন মনে,
উত্তর এলোমেলো;
চঞ্চল চিন্তাগুলো,
চিৎকার করে অন্তরে।


অভিশপ্ত আঁধার রাত,
নিঃশব্দতা আগুন;
ঘড়ির কাঁটা, খটখট
দ্রুত হ্রদস্প্ন্দন, ক্লান্ত মন।


আজ রাত অমর
চাঁপা কান্না অবিরাম।
একটা মৃত সম্পর্ক
ভালোবাসা শ্মশান।


আজ শেষের শুরু,
মৃত হ্রদয়;
ঘন কুয়াশাময় ভবিষ্যত,
জীবিত শুধুই শরীর।