তপ্ত কাঠ কয়লা হাপরের ঘ্রাণে জ্বলে ওঠে
জ্বলে পুড়ে ছারখার হয় কয়লার অন্তরটা;
ছাই হয়ে বাতাসে মিলে মিশে যাওয়ার আগে
জন্ম দিয়ে যায় বজ্র কঠিন পাষাণ লৌহ দানব।