ঠিক কতবার মৃত্যু সামনে এলে আর ভয় পাবে না?
ভয় পাবে না হাসতে হাসতে জীবন দিতে?
মৃত্যুর হাত ধরে পিছু ফিরে বলতে পারবে, আমি মৃত!
বলতে এক বারও কাঁপবে না স্বর, আমি তো নয় জীবিত।


ঠিক কতবার মৃত্যু সামনে এলে আর ভয় পাবে না?
ভয় পাবে না পেছনে ফেলে যাওয়া মানুষ গুলোকে হারানোর
ভয় পাবে না নিজের ভালোবাসা কে আর না দেখতে পাওয়ার
পিছুটান কষ্ট দেবে না তোমাকে ঠিক কতবার?


ঠিক কতবার মৃত্যু সামনে এলে আর ভয় পাবে না?
ভয় পাবে না যদি তোমার পরিবর্তে নিতে চায় তোমার ভালোবাসা!
ভয় পাবে না যদি দেখো তোমার প্রিয়জনের শোকাতুর অশ্রুজল?
ভয় পাবে না যদি হও তোমার আপনজনের শেষ সম্বল?


ঠিক তখন কি মনে পড়বে? "জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে।"
মনে কি পড়বে জীবন যুদ্ধে হারতে এক দিন হবেই?
যতই ভালোবেসে আগলে রাখো, মৃত্যু তাদের কেড়ে নেবেই?
সব জেতা স্বপ্ন গুলো পরাজিত করে মৃত্যু জীবন নেবেই।


ঠিক কতবার না কি একবার ইচ্ছে হবে আবার বাঁচার
দূরে সরিয়ে দেওয়া মানুষ গুলোকেও ভালোবাসার?
ভুল গুলো স্বীকার করে নিয়ে ক্ষমা চাইবার?
একবার কি ইচ্ছে হবে না বলার! মায়া জালে জড়িয়ে ভালবাসবো না আর।