তিন বন্ধুর ভিন্ন জীবন  
তবুও ভীষণ মিল
একে অপরের সাথেই থাকে
হৃদয় অনাবিল(অকলুষিত বা নির্মল)।


এক জন যে আকাশ সম বিশাল হৃদয় নিয়ে
কষ্টগুলোর কালো মেঘ জড়ায় নিজের বুকে
বৃষ্টি হয়ে অশ্রু ঝরায়; কাকে যেন খোঁজে !
গর্জে ওঠে ব্জ্র হয়ে, চমকে ওঠে নিজে।


আর এক জন সাগর যেন; হৃদয় গভীর নিয়ে
লুকিয়ে রাখে কষ্ট গুলো অতল জলের তলে।
আছড়ে পরে সবার পায়ে নিয়ে দুঃখের ঢেউ
কি জানি কি বলতে চায়! বোঝে কি আর কেউ।


শেষ জন যে জন ধরা'র মতন, কঠিন হৃদয় নিয়ে
সব দিয়েছে উজার করে, নিজেকে কষ্ট দিয়ে
ভালোবাসার মাটি কেটে পুড়িয়ে প্রেমের ইটে
প্রতারণার দালান নিয়েও রয়েছে মুখ বুজে।


সবাই যখন ভাঙছে হ্রদয়, মেতেছে ভাঙ্গার খেলায়
তিন বন্ধু ভালোই আছে দুঃখ মনে নিয়ে
ভিন্ন জীবন তবুও মিল নিয়ে;
জীবন কাটে একে অপরের গল্প কথা দিয়ে।