তুমি চেয়েছিলে বলেই শুরু হয়েছিল কথা বলা
তুমি চেয়েছিলে বলেই শুরু হয়েছিল সাথে চলা।


তুমি চেয়েছিলে বলেই স্বপ্ন দেখেছিল এ মন
তুমি চেয়েছিলে বলেই পরিপূর্ণ এ জীবন।


তুমি আছো তাই বেঁচে আছে ইচ্ছে গুলো
তুমি আছো তাই খুশি আমার দুঃখ গুলো।


তুমি আছো তাই তোমার চোখে চোখ রাখা
তুমি আছো তাই তোমার ভেতর নিজেকে খুঁজে পাওয়া।


তোমার চাওয়ায় হাজারো কষ্টে সুখে থাকা
তোমার চাওয়ায় দূরে থেকেও কাছে থাকা।


তোমার চাওয়ায় তোমায় পেয়ে নিজেকে ভুলে যাওয়া
তোমার চাওয়ায়; তোমায় শুধু, তোমায় নিয়েই বাঁচতে চাওয়া।


তুমি আর তুমি এ জীবনে, তুমি আমার ভালোবাসার জন্মভূমি
তুমি নেই ভাবলেই মরণ, পৃথিবীটা যেন দুঃস্বপ্নের মরুভূমি।