তুমি আমাকে ভালোবাসো?
কত'টা ভালোবাসো?
বলতে পারিনি, ভালোবাসা  অন্তহীন
ভালোবাসা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হীন।


আমি চলে গেলে আমার অভাব বোধ করবে?
কত'টা অভাব বোধ করবে?
বলেছিলাম, অভাব বোধ প্রতিটা মুহূর্তের
অভাব বোধ, না পাওয়া প্রশ্নের উত্তরের।


আমাদের সম্পর্ক'টা কি ভালোবাসার?
না কি! প্রেম প্রেম আদিখ্যেতা মাত্র?
বুঝিয়েছিলাম,  প্রেম করতে হয়
ভালোবাসা নিজের অজান্তেই হয়ে যায়।


বলেছিলে, প্রেম-ভালোবাসা কোন'টাই নয়
এগুলো ইনফেচুয়েশন যার অর্থ অনুরাগ
জানতাম, এগুলো তোমার নিজেকে বেঁধে রাখা
আমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা।


কখনও তোমার মনে হয়েছে
তুমি আমার ফ্যান্টাসি বা অলীক কল্পনা
অবার কখনও তোমার মনে হয়েছে
সবটাই হয়ত দুটো দেহমনের অনাধিকার বাসনা।


এখনও তুমি আমার সাথে, আমার পাশে
ভালো লাগা, ভালোবাসা গুলো এখনও সেখানেই
অনুভব-অনুভূতি, ইচ্ছে-আকাঙ্খা, চাওয়া-পাওয়া, প্রতিশ্রুতি,
হারানোর ভয় সব যেভাবে ছিল, আছে সেভাবে সেখানেই।