অমানবিকতার দুনিয়ায় ভালোবাসা বিনিময় প্রথা মাত্র
রক্ত-হাড়-মাংস-চামড়ার অভ্যন্তরে হ্রদয় নয় চাহিদা মুক্ত।


শরীরের বাহ্যিক সৌন্দর্য ছলনাময়, অন্তর মৃতপ্রায়
শারীরিক উন্মাদনা চায় যৌন উন্মত্ততা; একাধিক সখ্যতা।


দেনা-পাওনা আর ভাঙাগড়ার এ এক সর্বনাশা নেশা,
প্রেম তো নয় এ যেন, বিনিময়ে শরীর বিক্রির শর্তাধীন পেশা।


নেশা হীন, পেশা হীন শরীর গুলো আজ হ্রদ্যয়হীন
অবাস্তব হলেও এ দুনিয়ায় এক মন-এক শরীর যথার্থই মূল্যহীন।


মুল্য দিয়ে কেনা যায় মন, বিক্রি হয় শালীনতা, আবেগ
হাড়িকাঠে বলি হয় মানসিকতার, বিসর্জিত ভাবাবেগ।


ভালোবাসার শীতলতা নগ্ন শরীরের উষ্ণ পিপাসা
ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় উদ্যাম দৃশ্যমানতা।


ভালোবাসা উন্মুক্ত আজ, স্বাধীন সাম্রাজ্যের আবাধ অবক্ষয়
ভালোবাসা বিপদ আজ; শরীরের সুখ ভালোবাসার সুপ্ত ভয়।