বিষন্নতায় ভরা জীবন,
একলা কাটে সময়।
ভিড় লাগে অসহ্য;
কাটে ভাল বদ্ধ ঘরে।
মনের অসুখটা বাড়ছে ভীষণ,
নেই তার প্রতিকার।
ভাল আছে মানুষ যেন;
মিথ্যে  অভিনয়ের সাথে বসবাস।
আজ আছি,কাল নেই-
থাকে শুধু দীর্ঘশ্বাস।
মন আজ হালকা তুলো-
সহসা বাতাসেই উড়ে যায়।
সময় আজ বড্ড নিষ্ঠুর,
করে শুধু ঘাত;
দেয় না প্রতিকার।
বিষন্নতায় ভরা জীবন,
ভালো আছে মানুষ আজ-
অসামাজিকতার মাকড়সার জাল।