জীবনের অমানিশায় লাগবে আলো;
বিশেষ করে সোডিয়াম বাতির আলো।
যে আলোয় সাদা কালো চামড়া -
মিলেমিশে হয়ে যায় এক।
যে আলোয় হয় না কোন বর্ণবিভেদ।
যে আলোর তলে দাঁড়িয়ে কৃষ্ণবর্ণা বালিকাও
নিজেকে অপরূপা ভাবে।


সেই সোডিয়াম বাতির নিচে,
মনুষ্য জীবনের দোহাই ফেলে,
মানুষে মানুষে এক হবে।
বিবাদ ভুলে জন্ম নেবে নতুন-
এক অমানিশা; যেখানে-
সোডিয়াম বাতিই হবে জীবনের একমাত্র পাথেয়।