বেঁচে থাকবে তুমি


আমি এখনো তোমায় ভালবাসি,
না এ কথাটি বলব না আর।
তুমি কি তাই ভেবেছিলে?
শত অবহেলার মাঝেও ভালবাসব তোমায়।
তাহলে ভুল ভেবেছিলে।
হ্যাঁ, ভুল ভেবেছিলে।
ঘৃণা করি তোমায়;
অসম্ভব ঘৃণা করি তোমায়।


কিন্তু ঘৃণা নামের শব্দের অন্তরালে,
এখনো যে ভালবাসি তোমায়।
মুখ ফুটে বলতে পারি না, কিন্তু
মন ঠিকই জানে-
এই ঘৃণার অপর নামই যে ভালবাসা।
জানি বুঝবে না তুমি।
বোঝার মন নেই তোমার।
থাকলে বুঝতে এই ঘৃণা যে আমার ভালবাসাই।
বেঁচে থাকবে তুমি আমারি-
ঘৃণার মধ্যে।
বেঁচে থাকবে তুমি-
ঘৃণা নামক কালকূটের অনল জ্বালায়।
মরীচিকার মত আমার ভালবাসার ছোঁয়ায়।