পড়ন্ত বিকেলে তুমি এসেছো আজ;
মাথা উঁচু করে ভুল তুমি লাজ,
তোমার আগমনে প্রকৃতি পেল তার হারানো সাজ
তুমি এত যে স্বচ্ছ যেন মনে হয় উত্তপ্ত কাঁচ।


ভারাক্রান্ত হৃদয় নিয়ে তুমি এসেছো আজ;
তোমার কন্ঠে ভাসছে ঝড়ের পাক,
তোমার চাহনিতে রয়েছে অগ্নির ঝাঁক
তোমার পদতলে আছে ধ্বংসের সাধ ।


নিজেকে বলিষ্ঠ করে তুমি এসেছো আজ ;
তুমি কত যে হিংস্র,
তুমি কত যে শান্ত
তুমি সৃষ্টি থেকে ধ্বংসের প্রান্ত।


উদ্দীপ্ত মনে তুমি এসেছো আজ;
তুমি স্রষ্টার সৃষ্টির অমর নাম,
তোমার ভালবাসার হবে না কোনো দাম,
তুমি উৎপাতের শেষ পরিণাম।


বিশ্ব তোমাকে বলে দুর্জন;
কিন্তু তোমাকে দেখতে পাওয়া আমার জীবনের শেষ অর্জন ।