একালে জন্মেছি আমি মানুষ হয়ে ,
তুমি জন্মেছো আমার অভিশাপ হয়ে;
একালে জন্মেছি আমি বীর হয়ে,
তুমি জন্মেছো আমার পরাজয় হয়ে;
একালে জন্মেছি আমি অগ্নি হয়ে,
তুমি জন্মেছো আমার জল হয়ে;
একালে জন্মেছি আমি হাসিমুখী হয়ে,
তুমি জন্মেছো আমার কষ্ট হয়ে;
একালে জন্মেছি আমি সন্ন্যাসী হয়ে,
তুমি জন্মেছো আমার ত্যাগ হয়ে;
একালে জন্মেছি আমি পরিশ্রমী হয়ে,
তুমি জন্মেছে আমার অলসতা হয়ে;
একালে জন্মেছি আমি সাহসী হয়ে,
তুমি জন্মেছো আমার ভয় হয়ে ;
একালে জন্মেছি আমি কবি হয়ে,
তুমি জন্মেছো আমার ছন্দের মৃত্যু হয়ে।