আমি দেখিনি এতো রাগ
পাইনি এতো প্রেমের স্বাদ,
শুধু দুই বাহু দিয়ে ধরতে চাই
কিন্তু তোমার তো অস্তিত্ব নাই।


আমার দিন-রাত স্থির রয়
চঞ্চল হৃদয় তোমার কথা কয়,
কি ছিল তোমাতে যা
পোড়াত আমাকে জ্বালাতে?


ধরিয়াও ধরোনি যে হাত
তোমার স্পর্শের অভাবে ছিলাম অনেক রাত,
কি ছিল তোমার অন্তরে
বলা কি যাবে এই জন্তুরে?


চৈত্রে ভাসি তোমার স্মৃতিতে
পৌষে ভাসতাম তোমার অস্তিত্বে,
এখন মনে জাগে না আশা
কবে যে হবে আগের মতো হাসা।


হয়নি আমাদের চারহাত এক
হয়েছে শুধু ভুল বোঝাবুঝি বেশ,
কিন্তু দেখো এখন হবে না আমাদের মিলামেশ
সব হারিয়ে আজ বেলা শেষ।