ও চোখে মায়া আছে,
ছল ছল চেয়ে রই ঐ চোখের দৃষ্টি দেখবো বলে।
ঐ চোখের জল কখনো আঁধার হলে,
মেঘ হয়ে বৃষ্টি নামে।
কখনো বা সূর্যের মতো লাল হয়ে
অনুভূতি জাগায় ভালোবাসার।
আলো-ছায়ায় এই চোখ শুধু স্বপ্ন আনে,
ভালোবাসার রংএ রাঙায়।
কৃষ্ণচূড়ার ডাল থেকে ফুল জরে।
কিশোরীর ফেল ফেল করে চাউনি মুগ্ধ করে।
ঐ চোখে জল আসে তখনি অনুভবের
কান্নাগুলো যখন সামনে আসে
হাত বারিয়ে তাকে ছুঁই আকাশের বুকে
তাকিয়ে স্বপ্ন গুনি কবে তাকে দুচোখ দিয়ে দেখবো
আর হাত ধরে হাটবো।